স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে জিম আফ্রো টি-টেন লিগ শেষ করেছে বুলাওয়ে ব্রেভস। ৫ দলের টুর্নামেন্টে পঞ্চম স্থানে থেকে বিদায় নিতে হয়েছে সিকান্দার রাজার দলকে। বৃহস্পতিবার রাতে নিজেদের শেষ ম্যাচে ডারবান কালান্দার্সের বিপক্ষে ৭ রানে হেরেছে বুলাওয়ে।
ডারবানের বিপক্ষে আগুনে বোলিং করেছেন বুলাওয়ের পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। যদিও বৃহস্পতিবারের অন্য ম্যাচে তাঁকে ছাড়িয়ে গেছেন জোবার্গ বাফেলোসের মোহাম্মদ হাফিজ।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে তাসকিনের শিকার ১১টি। এই ৭ ম্যাচে মাত্র একটিতে উইকেটশূন্য থাকেন বাংলাদেশের এই তারকা পেসার। ১১ রানে ৩ উইকেট তার সেরা বোলিং। অন্যদিকে হাফিজ আজ রাতের অন্য ম্যাচে তাসকিনকে ছাড়িয়ে গেছেন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তাসকিনের তোপের মুখে পড়ে কালান্দার্স। নিজের তৃতীয় বলেই কালান্দার্সের ওপেনার টিম সেইফার্টকে আউট করেন তিনি। এরপর সেই ওভারের শেষ বলে তাঁর শিকার হন আন্দ্রে ফ্লেচার। এরপর ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই দারুণ এক ইয়র্কারে হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করেন এই টাইগার পেসার।
কালান্দার্স শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে পারে। মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বুলাওয়ে। তারা মাত্র ১৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা ও বাউ ওয়েবস্টার। রাজা ১৫ বলে ২১ রান করে আউট হন। ওয়েবস্টার ২১ বলে ৪০ রান করলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয় বুলাওয়েকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post