জিরুদের রেকর্ড

0
55

স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন অলিভার জিরুদ। থিয়েরি অঁরিকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসলেন এই ফরোয়ার্ড। পোল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর প্রথমার্ধে রেকর্ডগড়া গোলটি করেন জিরুদ।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রণ নেন জিরুদ। তার সামনে ছিলেন কেবল পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তাকে পরাস্ত করে বাম পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

এই গোলের মধ্য দিয়ে জিরুদ পেছনে ফেলেন থিয়েরে অঁরিকে। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন সাবেক এই চেলসি তারকা। তার এটি ৫২তম গোল। অঁরি করেছিলেন ৫১ গোল। ১৯৯৭ থেকে ২০১০ পর্যন্ত ১২৩ ম্যাচে এই ৫১ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

অঁরির চেয়ে আরও কম ম্যাচ খেলে এবার সেই রেকর্ডে তাঁকে ছাড়িয়ে গেলেন জিরুদ। রোববার ফ্রান্সের জার্সিতে ক্যারিয়ারের ১১৬ নম্বর ম্যাচে তার গোল ৫২টি। ২০১১ সালে অভিষেকের পর ফরাসীদের জার্সিতে এখন পর্যন্ত (পোল্যান্ড ম্যাচ) ১১৬ ম্যাচ খেলেছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here