স্পোর্টস ডেস্কঃ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত বার্সা। লা লিগায় গত রাতে গেতাফেকে ঘরের মাঠে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি। আর তাতেই লিগ টেবিলের শীর্ষ দুইয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।
প্রথমার্ধে রাফিনহা গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে জোয়াও ফেলিক্স, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ গোল করেন। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির বিপক্ষে দারুণ শুরুর পর আর ছন্দ ধরে রাখতে পারেনি জাভির দল। কিন্তু গেতাফের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখেছে কাতালানরা।
রাফিনহা ২০তম মিনিটে স্বাগতিকদের প্রথম লিড এনে দেন। জুল কুন্দের বাড়ানো পাস ব্রাজিল ফরোয়ার্ড দারুণ গতি এগিয়ে যান। তাকে সমান তালে সঙ্গ দিয়ে এগোচ্ছিলেন ফেলিক্সও। পরে প্রতিপক্ষ দুজনকে সামলানো নিয়ে গেতাফে গোলরক্ষকের কিছুটা দ্বিধায় পড়ার সুযোগে রাফিনহা দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ক্রিস্টেনসেনের বাড়ানো বলে শুধু পা ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
আট মিনিট পরেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন ডি ইয়ং। এই গোলেও দারুণ অবদান রাফিনহার। সতীর্থের পাস ধরে দারুণ কারিকুরিতে গোলরক্ষককে বোকা বানিয়ে কাটব্যাক করেন তিনি। বল পেয়ে ঠাণ্ডা মাথায় জালে জড়ান ডি ইয়ং। বার্সেলেনার শেষ গোলটি আসে ফেলিক্সের বদলি নামা ফেরমিন লোপেজের কাছ থেকে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ভিক্টর রকির বাড়ানো বল হেতাফের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টালে লোপেজের কাছে যায়। ভলিতে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন এই স্প্যানিয়ার্ড।
দুর্দান্ত এই জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠেছে বার্সা। ২৬ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিরোনা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post