স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ পর জয়ে ফিরে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে বাংলাদেশ এইচপি দল। অস্ট্রেলিয়ার দারউইনে বৃহস্পতিবার এইচপি জিতেছে জিসান আলমের ঝড়ো ব্যাটিংয়ে। আগে বোলিং করে রিপন মন্ডল বেশ চাপে রাখেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্যাপিটেল টেরিটরিকে।
রান তাড়ায় ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ এইচপি। টিআইও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২৫ রানের লক্ষ্য ২০ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা। বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিসান ও তানজিদ হাসান। পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে ফেরেন তানজিদ। ২ চারে তিনি করেন ১৫ বলে ১৮ রান। ১ ছক্কায় ২৩ রান করতে পারভেজ খেলেন ২৪ বল। দলকে একশ পার করিয়ে ১৪তম ওভারে থামেন জিসান। জয়ের খুব কাছে গিয়ে ফেরেন আফিফ হোসেন। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭ রান। সিরিজের চার ম্যাচে এটিই তার সর্বোচ্চ স্কোর। পরে আকবর ও শামীম হোসেন ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। ৩৬ বলে ৫০ রান করেন তরুণ ওপেনার জিসান। ১ চার ও ২ ছক্কার ইনিংসে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
এর আগে ব্যাট করতে নামা স্বাগতিক দলের বিপক্ষে শুরুতেই এইচপিকে সাফল্য এনে দেন রিপন। ৮ বলে ৮ রান করা ইসাম রহমানকে সাজঘরে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে কিছুটা হাল ধরার চেষ্টা চালায় এসিটি কমেটস। ৩৪ বলে আসে ৩৪ রান। এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। টাইলার ফন লুইনকে এলবিডব্লিউ করেন রাকিবুল। দুই ওপেনারের বিদায়ের পর আর রানের চাকা সচল রাখতে পারেনি দলটি। শেষ দিকে উইকেটের মড়ক লাগে। ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১২৪ রান। ২৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মিকি ম্যাকনামারা। এইচপির পক্ষে রিপন শিকার করেন তিনটি উইকেট। চার ওভারে ১২টি ডট বল করে মাত্র ২৬ রান খরচ করেন। আবু হায়দার রনিও চার ওভারে ১২টি ডট ও ২৬ রান খরচায় নেন দুইটি উইকেট। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০