স্পোর্টস ডেস্কঃ পুরো টুর্নামেন্টজুড়ে আধিপত্য দেখিয়েছিল গ্যাংস গ্র্যান্ডমাস্টার ও এসজি আলপাইন ওয়ারিয়র্স। তবে শেষ মূহুর্তে দুই দলের কেউই উঠতে পারেনি ফাইনালে। প্রথম ফ্র্যাঞ্চাইজি দাবা টুর্নামেন্ট গ্লোবাল চেজ লিগের (জিসিএল) প্রথম আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস ও আপগ্রাড মুম্বা মাস্টার্স।
ত্রিবেনীর শুরুটা মোটেও ভালো ছিল না। শুরুতে হোঁচট খেয়ে পিছিয়ে ছিল তারা। তবে শেষ চার ম্যাচে টানা জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।
অপরদিকে আপগ্রাড টুর্নামেন্টের প্রথম থেকেই শীর্ষ দুইয়ের লড়াইয়ে ছিল। মাঝে খেই হারালেও শেষমেশ ফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ দুই রাউন্ডে গ্যাঙ্গেস মাস্টার্স ও এসজি আলপাইনকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় তারা।
রোববার দুবাইয়ে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আপগ্রাড ও ত্রিবেনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা