জিসিএল শুরুর ৬৪ দিন আগে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচন

0
280

স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। টুর্নামেন্টটি শুরুর ৬৪ দিন আগে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচিত হয়েছে।

অফিসিয়াল লোগো উন্মোচন করেছে জিসিএল কর্তৃপক্ষ। দাবা বোর্ডের আদলে তৈরি এই লোগোটি ৬৪ স্কয়ার বিশিষ্ট। মূলত দাবার জগতে ৬৪ সংখ্যাটি বেশ পরিচিত।

আগামী ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ও প্রথমবারের মতো লিগ স্টাইলের দাবা প্রতিযোগিতা জিসিএল। জিসিএলের প্রথম আসরে ৬টি দল অংশ নেবে। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় খেলবে। এর মধ্যে সর্বনিম্ন ২ জন নারী খেলোয়াড় এবং প্রতি দল ১ জন আইকন খেলোয়াড় থাকবে।

প্রতিটি দল টুর্নামেন্টের ছয়টি বোর্ডে র‍্যাপিড ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলবে। জিসিএলের মেন্টর হিসেবে আছেন পাঁচ বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।

লোগো নিয়ে উচ্ছ্বসিত বিশ্বনাথন আনন্দ বলেন, ‘আমরা টুর্নামেন্ট শুরুর কাছাকাছি আসার সাথে সাথে আমাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখছি। টুর্নামেন্টের জন্য আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তার প্রতিফলন হলো জিসিএল লোগো। আমরা আশা করি ভক্তরা আমাদের এখানে তৈরি ধারণা এবং থিম পছন্দ করবে।’

‘জিসিএলের প্রাথমিক উদ্দেশ্য হল বিশ্বব্যাপী দাবা খেলার প্রচার করা এবং এটিকে জনসাধারণের কাছে দৃষ্টিনন্দন করে তোলা।’ যোগ করেন বিশ্বনাথন আনন্দ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here