‘জি’ গ্রুপের দলগুলোতে সুযোগ পেলেন যারা

0
54

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। এই গ্রুপে আকর্ষণের কেন্দ্রে থাকবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অঘটন না ঘটলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে পা রাখার কথা সেলেসাওদের। সুযোগ আছে সুইজারল্যান্ডেরও। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয় সুইসদের।

বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যেই ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে প্রতিটি দেশ। একনজরে দেখে নেওয়া যাক ‘জি’ গ্রুপের চার দলের স্কোয়াড।

ব্রাজিল-

গোলরক্ষক: এ্যালিসন, এডারসন ও উইভারটন।

ডিফেন্ডার: ডানি আলভেস, ডানিলো, এ্যালেক্স সান্দ্রো, এ্যালেক্স টেলাস, ব্রেমার, মারকুইনহোস, থিয়াগো সিরভা ও এডার মিলিটাও।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, এভারটন রিবেইরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকুয়েটা।

ফরোয়ার্ড: নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, রিচারলিসন, রাফিনহা, রডরিগো, এন্টনি, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও পেড্রো।

ক্যামেরুন-

গোলরক্ষক: আন্দ্রে ওনানা, ডেভিস এপাসি ও সাইমন নাগাপানডুটেনবু।

ডিফেন্ডার: জিন-চার্লস কাস্তেলেত্তো, এনজো এবোসে, কলিন ফাই, অলিভার এমবাইজো, নুহু টোলো, নিকোলাস এনকুলু ও ক্রিস্টোফার উহ।

মিডফিল্ডার: অলিভার এনচাম, গায়েল ওনডুয়া, মার্টিন হোংলা, পিয়েওে কুন্ডে, স্যামুয়েল উম গুয়েট, আন্দ্রে-ফ্র্যাংক জাম্বো আনগুইসা ও জেরোম এনগম।

ফরোয়ার্ড: নিকোলাস নাগামালেও, ক্রিস্টিয়ান বাসোগগ, ব্রায়ান এমবেমো, জর্জেস-কেভিন এনকুনডু, জিন-পিয়েরে এনসামে, ভিনসেন্ট আবুবকর, কার্ল টোকো-একাম্বি, এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং ও সুয়াইবু মারু।

সার্বিয়া-

গোলরক্ষক: মার্কো ডিমিত্রোভিচ, প্রিড্রাগ রাজকেভিচ ও ভানয়া মিলিনকোভিচ-সাভিচ।

ডিফেন্ডার: স্টিফান মিট্রোভিচ, নিকোলা মিলেকোভিড, স্ট্রাহিনজা পাভলোভিচ, মিলোস ভালকোভিচ, ফিলিপ এমলাডেনোভিচ, স্ট্রাহিনিজা এরাকোভিচ ও সারডিয়ান বাবিচ।

মিডফিল্ডার: নেমাঞ্জা গুডেল, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, সাসা লুকিচ, মার্কো গ্রুজিচ, ফিলিপ কোস্টিচ, উরোস রাচিচ, নেমাঞ্জা মাকসিমোভিচ, ইভান ইলিচ, আন্দ্রিয়া জিভকোভিচ ও ডারকো লাজোভিচ।

ফরোয়ার্ড: ডুসান টাডিচ, আলেক্সান্দার মিট্রোভিচ, ডুসান ভøাহোভিচ, ফিলিপ ডুরিসিচ, লুকা জোভিচ ও নেমাঞ্জা রাডোনিচ।

সুইজারল্যান্ড-

গোলরক্ষক: গ্রিগর কোবেল, ইয়ান সোমার, জোনাস ওমলিন ও ফিলিপ কোহন।

ডিফেন্ডার: ম্যানুয়েল আকাঞ্জি, ইওে কমরেট, নিকো এলভেডি, ফাবিয়ান শার, সিলভান উইডমার, রিকার্ডো রডরিগুয়েজ ও এডিমিলসন ফার্নান্দেজ।

মিডফিল্ডার: মাইকেল আয়েবিশার, জিহার্দান শাকিরি, রেনাটো স্টিফেন, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, ফাবিয়ান ফ্রেই, রেমো ফ্রুলার, নোয়া ওকাফোর, ফাবিয়ান রেইডার ও আরডন জাশারি।

ফরোয়ার্ড: ব্রিল এমবোলো, রুবেন ভারগাস, ডিজিব্রিল সো, হারিস সেফেরোভিচ ও ক্রিস্টিয়ান ফাসানশে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here