জীবন পাওয়া ট্যাক্টরের হাফ সেঞ্চুরিতে শতরান পার আয়ারল্যান্ডের

0
34

স্পোর্টস ডেস্ক:: দ্রুত দুই উইকেট হারানোর পর আইরিশরা ঘুরে দাঁড়িয়েছে। হ্যারি ট্যাক্টর ও অধিনায়ক অ্যান্ড্রু বার্লবিনির ব্যাটে দলটি শতরান পেরিয়েছে। ব্যক্তিগত ২৩ রানে শরিফুলের হাতে জীবন পাওয়া হ্যারি ট্যাক্টর তুলে নিয়েছেন ফিফটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় উইকেটে আয়ারল্যান্ড ৮৫ রান তুলেছে। ১১.২ ওভারে দুই উইকেটে ১০২ রান দলটির। ৫৪ রানে ট্যাক্টর ও ৩৪ রানে বার্লবিনি অপরাজিত আছেন।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে হাসানের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেন আইরিশ ওপেনার পল স্টার্লিং । ৩ বলে ১ রান করেছেন তিনি। দ্রুত প্রথম উইকেট হরানো আইরিশরা দ্বিতীয় উইকেট হারিয়েছে দলীয় ১৬ রানে।

ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলেই ওপেনার স্টিফেন ডোহেনী সাজঘরে পাটিয়েছেন হাসান মাহমুদ। দুই চারে ২১ বলে ১২ রান করেছেন স্বাগতিক এই ওপেনার।

সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচটি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি। বিলম্ব শুরু হওয়ায় আম্পায়াররা কার্টেল ওভারে ম্যাচ দিয়েছেন। ৫০ ওভারের পরিবর্তে খেলা হবে ৪৫ ওভারের। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে আগে ব্যাট করছে অ্যান্ড্রু বালবার্নি নেতৃত্বাধীন আয়ারল্যান্ড দল।

এই ম্যাচে দুই দলই নিজেদের আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামছে। কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসেনি একাদশে। অর্থাৎ, এই ম্যাচেও বাংলাদেশ দল কোনো পরীক্ষা-নীরিক্ষায় যাচ্ছে না। ভালোভাবে সিরিজ শুরু করাই লক্ষ্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও গ্রাহাম হিউম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here