নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন। কিন্তু ফিল্ডার মাহমুদুল হাসান জয় ক্যাচ মিস করেন শ্রীলঙ্কান ওপেনার নিশান মাদুশকার। ৬ষ্ঠ ওভারেই ইনিংসের প্রথম উইকেট পেতে পারতেন হাসান। তাঁর করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় মাদুশকার ব্যাট। কিন্তু স্লিপে দাঁড়ানো জয় সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। বেঁচে যান মাদুশকা।
জীবন পেয়ে ৮০ বলে ক্যারিয়ারের আরেকটি ফিফটির দেখা পেলেন মাদুশকা। তাঁকে দারুণ সঙ্গ দিচ্ছেন আরেক ওপেনার দিমুথ করুনারত্নে।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
Discussion about this post