স্পোর্টস ডেস্ক:: দুই ম্যাচের টি-২০ সিরিজে লিড নিলো নিউজিল্যান্ড। শুন্য রানে জীবন পাওয়া ফিন অ্যালন তাণ্ডব চালালেন। টি-২০ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলে নিলেন। আর তাতেই স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি তার দল জিতে নিলো ৬৮ রানের বড় ব্যবধানে।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড ফিন অ্যালনের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২২৫ রান তুলে। জবাবে খেলতে নামা স্কটল্যান্ড ৮ উইকেটে মাত্র ১৫৭ রান তুলতে সমর্থ হয়।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারাতে পারতো। তৃতীয় বলেই শুন্য রানে সাজঘরে ফিরতে পারতেন ফিন অ্যালন। তবে নিজের বলে নিজে ক্যাচ নিতে পারেননি স্পিনার হামজা তাহির। সুযোগ কাজে লাগিয়ে অ্যালেন পরে ফিরেছেন ১০১ রান করে। ৫৬ বলের ইনিংসে আট চার ও ছয়টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়াও ৪০ রান করেছেন মার্টিন গাপটিল। ৩০ রান করেছেন জিমি নিশাম। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২২৫ রানে থামে কিউদের ইনিংস।
স্কটল্যান্ডের হয়ে হামজা, সোল, ওয়াট ও বেরিংটন ১টি করে উইকেট লাভ করেন।
২২৬ রানের টার্গেটে খেলতে নামা স্কটল্যান্ড কউ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৫৭ রান তুলতে সমর্থ হয় ৮ উইকেটে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন ম্যাকলয়েড। মানজি করেন ২৮ রান। গ্রিভসের ব্যাট থেকে আসে ৩১ রান। ওয়াট ১৭ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে স স্যান্টনার ৩টি, সিয়ার্সরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০