জীবন বদলেছে রিঙ্কু সিংয়ের, ভাবছেন না জাতীয় দল নিয়ে

0
70

স্পোর্টস ডেস্ক:: আইপিএল মানেই নতুন নুতন আবিস্কার। এবারের আইপিএলও তার ব্যতিক্রম নয়। কলকাতা নাইট রাইডার্সের আবিস্কার রিঙ্কু সিং। ব্যাট হাতে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন, সময়ের প্রয়োজনে কি ভাবে দলের হাল ধরতে পারেন সেটিই দেখিয়ে দিচ্ছেন এই হার্ডহিটার ব্যাটার।

একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে এখন তিনি আলোচনার শীর্ষে। শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৩ বলে ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন খেলেছেন। শেষ দুই ওভারে ৪১ রানের সমীকরণও প্রায় মিলিয়ে ফেলছিলেন। ১২ বলে তুলে নেন ৩৯ রান।

গুজরাটের বিপক্ষেল কলকাতাকে জিতিয়ে ছিলেন টর্নেডো ইনিংস খেলে। ৬ ওভারে ২৮ রানের সমীকরণ তিনি মিলিয়ে ছিলেন ৫ বলে ৩০ রান দিয়ে। ওভারের প্রথম পাঁচ বলেই যশ দয়ালকে পাঁচ ছক্কা হাঁকিয়ে শেষ করে দেন ম্যাচ।

এমন দুর্দান্ত ফর্মের পর রিঙ্কু সিংকে অনেকেই জাতীয় দলে দেখছেন। তবে তিনি এখনি জাতীয় দল নিয়ে ভাবছেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘যখন এই রকম ভালো মৌসুম কাটে, তখন সত্যিই খুব ভালো লাগে। আমি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছনি া। আমি যে ভাবে খেলছি, সেই ভাবে খেলে যাব।’

এমন পারফরম্যান্সের পর সময় বদলে গেছে, সবাই গুরুত্ব দিচ্ছে জানিয়ে রিঙ্কু বলেন, ‘পরিবার খুব খুশি। গত বছর থেকে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। কিন্তুু যখন থেকে আমি পাঁচটি ছক্কা মেরেছি, তখন থেকে আমি অনেক সম্মান পাচ্ছি। আমাদের দলটা কিন্তু বেশ ভালো। তবে আমরা সব বিভাগেই কিচু ভুল করেছি। প্লে-অফে উঠার ক্ষেত্রে ভাগ্যও আমাদের সঙ্গ দেয়নি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here