স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে দুই ওপেনারের ফিফটিতে দারুন শুরু পেয়েছে বাংলাদেশ। লিটন দাস ও তানজিদ হাসান তামিম ফিফটি হাঁকিয়েছেন। তবে ৯৩ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত বিদায় নিয়েছেন মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তরা। ফিফটি হাঁকানোর পর ইনিংস বড় করতে পারেন নি ওপেনার লিটনও। তাতে চাপে পড়ে বাংলাদেশ।
১৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টানছেন তাওহিদ হৃদয়-মুশফিকুর রহিম জুটি। ৩৫ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৫ রান। হৃদয় ১২ রানে ও মুশফিক ২১ রানে ব্যাট করছেন। এর আগে শুরুটা বেশ রয়েসয়ে করেন দুই ওপেনার লিটন-তামিম। প্রথম ৫ ওভারে স্কোর বোর্ডে জমা হয় মাত্র ১০ রান। এরপরই বাংলাদেশের দুই ওপেনার হাত খোলে খেলেন।
৪১ বলে নিজের ফিফটি তুলে নেন তানজিদ। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫ চার ও ৩ ছক্কায় সাজান তানজিদ তাঁর এই ইনিংস। এরপর দ্রুত ফিরে যান অধিনায়ক শান্ত। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৬২ বলে ফিফটি হাঁকান লিটন। তবে অন্য প্রান্তে থাকা মিরাজ ফিরেন মোহাম্মদ সিরাজের বলে। ৩ রানের বেশি করতে পারেন নি এই ব্যাটার। এরপর ফিরেন লিটনও। রবীন্দ্র জাদেজাকে লং অফ দিয়ে উড়িতে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ব্যক্তিগত ৬৬ রানে থামতে হয়েছে তাকে। ৮২ বলে ৭ চারে এই ইনিংস সাজান তিনি।
Discussion about this post