নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের সাথে আর কাজ করবেন না জেমি সিডন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ইংল্যান্ড সফরে গেলেও, সিডন্স দলের সাথে যাননি। এই সিরিজ থেকেই জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যাটিং পরামর্শক হিসেবে এক বছর আগে নিয়োগ পাওয়া সিডন্স কাজ করবেন এখন বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলে। সেখানে তরুণ ক্রিকেটারদের কাজ করতে চান। তাদের আগামীর তারকা হওয়ার পথ মসৃণ করতে চান। বিশেষ করে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের পাবেন সেখানে।
জাতীয় দলের চাকচিক্য ছেড়ে মিরপুরের নেটে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে ঘাম ঝরাতে চান সিডন্স। মূলত সিডন্সকে বিসিবির ব্যাটিং পরামর্শক আনা হয়েছিল সব বিভাগেই কাজ করার জন্য। তবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের চলে যাওয়ায় তিনি শুধুমাত্র জড়িয়ে পড়েছিলেন জাতীয় দলেই। এবার নিজের আসল কাজে ফিরছেন তিনি।
এক বছর আগে চুক্তির সময়ই নিজের এই ইচ্ছার কথা বোর্ডকে জানিয়েছিলেন সিডন্স। দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে কাজ করতে চাওয়া সিডন্সকে সাধুবাদ জানাচ্ছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জেমি সিডন্সের মতো একজনকে এসব ক্ষেত্রে কাজ করতে পাওয়ায়, দেশের ক্রিকেটের জন্য ভালো ফল আসবে বলে মনে করেন তিনি।
এই প্রসঙ্গে সুজন বলেন, ‘জেমি (সিডন্স) কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মূল দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে আরও ভালো ফলাফল পাবো বলে আমি মনে করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post