জুনে পাকিস্তান সফর করবে উইন্ডিজ

0
8

স্পোর্টস ডেস্কঃ চলতি জুনে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন ওয়ানডে সিরিজের শুরু ৮ জুন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

পাকিস্তান-উইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তিন ম্যাচই সেখানে হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যু পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের নতুন ভেন্যু করা হয়েছে মুলতানকে। তবে কী কারণে রাওয়ালপিন্ডি থেকে সরল এই সিরিজ তা জানায় নি পিসিবি।

ধারাণা করা হচ্ছে, গত এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খানের সমাবেশ ও ইসলামাবাদে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করার কারণে রাওয়ালপিন্ডিতে এই সিরিজ হচ্ছে না। সব ম্যাচগুলো হবে স্থানীয় সময় বিকাল চারটায়।

পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং জাহিদ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here