স্পোর্টস ডেস্কঃ আগামী জুনে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসর ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। ২০১৫ সালে শেষবার সাফের স্বাগতিক ছিল ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসরটি আট বছর পর ফের আয়োজন করতে যাচ্ছে তারা।
ভারতে আয়োজক হলেও খেলবে পাকিস্তান। ভিসা পাওয়ার ক্ষেত্রে দেশটির খেলোয়াড়দের কোনো সমস্যা হবে না বলেও জানালেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘আমরা আগামী ২০২৯ সাল পর্যন্ত চারটি সংস্করণের মার্কেটিং ও কমার্শিয়াল স্বত্বের জন্য স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনালের (দুবাইভিত্তিক মার্কেটিং প্রতিষ্ঠান) টেন্ডার অনুমোদন করেছি। নেপাল পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বিড করলেও মার্কেটিং প্রতিষ্ঠানের শর্ত অনুসারে, চুক্তির প্রথম আসরটি ভারতে অনুষ্ঠিত হবে।’
ভারতে অনুষ্ঠিতব্য সাফের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। হেলাল বলেন, ‘জুনেই হবে টুর্নামেন্টটি। ১০ মার্চের মধ্যে বাকি বিষয় চূড়ান্ত হবে। ভেন্যু নির্বাচনের ক্ষেত্রে উক্ত স্থানের আবহাওয়া, দর্শক সমাগমের বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার পাকিস্তান খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০