স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। গত মৌসুমে দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের, যা সিরি ‘আ’র শীর্ষ চার থেকে ছিটকে দিয়ে জুভদের নামিয়ে দেয় ৭ নম্বরে।
এর আগেও দুর্নীতিতে জড়িয়ে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল জুভরা। এবার দ্বিতীয়বারের মত নিষিদ্ধ ‘তুরিনের বুড়িরা’। সবশেষ মৌসুমে ইতালির শীর্ষ লিগে ১০ পয়েন্ট কর্তন করা হয় তাদের। ফলে ৭ নম্বরে থেকে লিগ শেষ করতে হয় ইতালির অন্যতম সেরা এই ক্লাবকে।
নাপোলির শিরোপা জেতা মৌসুমে জুভেন্টাসের ঠাই হয় উয়েফা কনফারেন্স লিগে। কিন্তু সেটিও খেলা হচ্ছে না তাদের। ক্লাবটির সভাপতি গিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘এই বেদনাদায়ক সিদ্ধান্তের পরও আমরা নতুন মৌসুমে কোর্টে নয়, মাঠের খেলার মনোযোগী হব। আমরা উয়েফার আর্থিক নিয়ন্ত্রণ সংস্থার সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করছি। নিজেদের সপক্ষে আমরা যে ব্যাখ্যা দিয়েছি, তা নিয়ে জানাচ্ছি না। আমরা আমাদের কাজের বৈধতা ও যুক্তির বৈধতা সম্পর্কে দৃঢ়ভাবেই সুনিশ্চিত। যাহোক, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০