স্পোর্টস ডেস্কঃ জুভেন্টাসের বিপক্ষে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মামলায় জয়ী হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই সুপারস্টার নিজের বকেয়া বেতন মামলার মাধ্যমে আদায় করে নিয়েছেন। আর সেটা বিপুল পরিমাণ অর্থ। রোনালদোকে বাংলাদেশি মুদ্রায় ১১৩ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া বিষয়ক আদালত কোর্ট অব আরবিট্রেশন।
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর ২০২১ সালে ইতালির ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করেন রোনালদো। সেসময় যোগ দেন নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে জুভেন্টাস ছাড়ার সময় ক্লাবের কাছ থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ড বকেয়া বেতন দাবি করেন পর্তুগিজ তারকা।
যদিও বেতন দিতে পর্তুগিজ তারকাকে অস্বীকৃতি জানায় জূভেন্টাস শিবির। ফলে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। আর আদালতের রায়ে জয়ী হয়েছেন রোনালদো। তবে দাবিকৃত বেতনের পুরোটা পাচ্ছেন না তিনি। আপাতত প্রায় অর্ধেক টাকা (৮৩ লাখ পাউন্ড) পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post