স্পোর্টস ডেস্কঃ আনহেল ডি মারিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা দিয়েছে জুভেন্টাস। আপাতত এক বছরের চুক্তিতে তুরিনের বুড়িদের সাথে জোট বেঁধেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ দুই পক্ষের সম্মতিতে আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। তবে সেটা বাড়িয়ে নিবেন কিনা ডি মারিয়া, এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
জুভেন্টাসে আসতে পেরে উচ্ছ্বসিত ডি মারিয়া। ক্লাবটিতে যোগ দিয়ে প্রথমবার গণমাধ্যমের সাথে আলাপকালে সাবেক এই পিএসজি তারকা জানান, ‘আমি এখানে (জুভেন্টাস) এসেছি, কারণ এটা ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব। জয়ের জন্য প্রয়োজনীয় সবকিছুই এখানে আছে, তার সঙ্গে আমি অবদান রাখতে চাই।’
নতুন ঠিকানায় পাড়ি দিয়ে ডি মারিয়ার চান এই ক্লাবের অংশ হতে, ‘আমি জানি, এখানে শক্তিশালী একটা স্কোয়াড আছে এবং আমি এর অংশ হতে চাই-ক্লাব যদি আমার খোঁজে আসে তাহলে এর অর্থ হলো তারা বিশ্বাস করে যে, আমিও ঠিক তাই করতে পারব।’
নিজ দেশের ক্লাব রোজারিও সেন্ট্রাল দিয়ে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ডি মারিয়া। পরবর্তীতে পর্তুগালের বেনফিকাতে নাম লেখান। সেখান থেকে রিয়াল মাদ্রিদ তাকে উড়িয়ে নিয়ে যায় স্পেনে। ডি মারিয়ার পরবর্তী গন্তব্য ছিল ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আর সবশেষ ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে মাঠ মাতান। এবার তিনি ইতালির জায়ান্ট জুভদের জার্সি গায়ে মাঠ মাতানোর অপেক্ষায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০