স্পোর্টস ডেস্কঃ নতুন ক্লাব রোমার সাথে যোগ দিয়েছেন পাওলো দিবালা। করেছেন অনুশীলনও। নতুন ক্লাবে ২১ নম্বর জার্সি পড়ে মাঠ মাতাবেন তিনি। এই আর্জেন্টাইন তারকা রোমাতে যোগ দিতে পারে বেশ উচ্ছ্বসিত। কোচ হোসে মরিনহোর সাথে কাজ করতে পারবেন বলে ভালো লাগছে তার।
জুভেন্টাসের সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর সেটিকে আর না বাড়িয়ে বিনামূল্যে রোমায় মরিনহোর শিবিরে ৩ বছরের জন্য যোগ দিয়েছেন আর্জেন্টাইন প্লেমেকার দিবালা। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে প্রতি মৌসুমে ৬ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।
নতুন চুক্তিতে দিবালা আগ্রহী থাকলেও জুভেন্টাস আগ্রহ দেখায়নি। এ বিষয়ে আর্জেন্টাইন তারকা জানান, ‘আমরা চুক্তি সাক্ষরের জন্য অক্টোবরে ঐক্যমতে পৌঁছেছিলাম। ক্লাব এরপর আমাদের অপেক্ষা করতে বলে। মার্চে আমরা ক্লাবের কাছ থেকে জানতে পেরেছিলাম, আমি আর তাদের আগামী প্রকল্পের অংশ নই।’
দিবালা আরো বলেন, ‘কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রির সঙ্গে অন্য পরিকল্পনায় এগিয়ে যেতে চেয়েছে ক্লাব। আমি সবার সঙ্গে কথা বলেছি এবং এভাবেই বিষয়টা হয়েছে। যদি এটা তাদের চাওয়া হয়, তবে আমার জন্য এটা কোনো সমস্যা নয়।’
২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে পাড়ি দেন দিবালা। টানা ৭ বছর কাটান তুরিনের ক্লাবটিতে। গত মৌসুম শেষে জুভদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার। ২৮ বছর বয়সী স্ট্রাইকার ফ্রি এজেন্ট হিসেবে এ মাসেই যোগ দিয়েছেন রোমায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০