স্পোর্টস ডেস্ক: জুভেন্টাস ও ইন্টার মিলান ইতালিয়ান সিরিআ লিগের ভিন্ন ম্যাচে জয় পেয়েছে । সাম্পোদোরিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জুভিরা। অন্যদিকে তুরিনকে ২-১ গোলে হারায় ইন্টার।
ঘরের মাঠ তুরিনে জিওর্জিও চিয়েল্লিনির জোড়া গোলের সঙ্গে মারিও মানজুকিচ ও মিরালেম পাজিনিকের একটি গোলে বড় জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে সাম্পোদোরিয়ার হয়ে প্যাট্রিক স্চিক একটি গোল পরিশোধ করেন।
রাতের অপর ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে মাউরো ইকার্দির জোড়া গোলে তুরিনের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০