স্পোর্টস ডেস্কঃ অভিজ্ঞ মিডফিল্ডার এ্যারন র্যামসে জুভেন্টাস ছেড়ে গেছেন। জানা গেছে ওয়েলসের এই ফুটবলারের সাথে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছেন। গত মৌসুমে জুভদের জার্সি গায়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি।
র্যামসের নতুন ঠিকানা হতে পারে সাবেক ক্লাব কার্ডিফ সিটি। তবে গত মৌসুমের প্রায় পুরো সময়ই বিভিন্ন ইনজুরি সমস্যা তাকে ভুগিয়েছে। সে কারণে শীর্ষ সারির কোন ক্লাব তার প্রতি আদৌ আগ্রহ দেখাবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে।
২০১৯ সালে ফ্রি ট্রান্সফার সুবিধায় তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন র্যামসে। ঐ সময় সপ্তাহে তার বেতন ছিল ৪ লাখ পাউন্ড। কিন্তু ২০২১-২২ মৌসুমের দ্বিতীয়ভাগে সাবেক এই আর্সেনাল মিডফিল্ডার ধারে স্কটিশ দল রেঞ্জার্সে খেলতে গিয়েছিলেন।
আগামী নভেম্বরে কাতার বিশ্বকাপকে সামনে রেখে ওয়েলসের প্রস্তুতির অংশ হিসেবে র্যামসে এখন ম্যাচ প্রস্তুতিতে সময় দেবার কথা। সে লক্ষ্যেই জুভেন্টাস তাকে একটু আগে ভাগেই অন্য ক্লাবের সাথে চুক্তি করতে অনুমতি প্রদান করেছে।
এর আগে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ওয়েলস কোচ জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেতে হলে অবশ্যই ক্লাবের জার্সিতে নিয়মিত ম্যাচ খেলতে হবে। এজন্যই রিয়াল মাদ্রিদ ছেড়ে লস অ্যাঞ্জেলসে পাড়ি জমান ওয়েলসের আরেক তারকা গ্যারেথ বেল। ইতোমধ্যে মেজর লিগ সকারে অভিষেক হয়েছে এই ফরোয়ার্ডের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০