Home ফুটবল বিশ্বকাপ ফুটবল জেগে ওঠো এবং এগিয়ে যাও- স্কালোনি

জেগে ওঠো এবং এগিয়ে যাও- স্কালোনি

0

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দুঃস্বপ্নের মতো শুরু আর্জেন্টিনার। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা ২-১ গোলে হেরেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে জয় নিশ্চিত করে আরবের দেশটি।

ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক মেসির কণ্ঠে দ্বিতীয়ার্ধের হতাশা ঝরেছে। তিনি মনে করেন, আর্জেন্টিনা ম্যাচটি হেরে গেছে পাঁচ মিনিটের ভুলেই। ৪৮ আর ৫৩ মিনিটে সালেহ আল শেহরি আর সালেম আল দাওসারির দুই গোলই শেষ করে দিয়েছে আর্জেন্টিনাকে। মেসি বলেছেন, ‘পাঁচ মিনিটের ভুলে আমরা ম্যাচে ২-১ গোলে পিছিয়ে পড়ি। পরিস্থিতি এরপরই কঠিন হয়ে যায়, আমরা এলোমেলো হয়ে পড়ি।’

এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি শিষ্যদের ইতিবাচক থাকতে বলেছেন। স্কালোনি বলেন, ‘একটি হতাশার দিন, কিন্তু আমরা সবসময় বলে থাকি, জেগে ওঠো এবং এগিয়ে যাও। ম্যাচের আগে আমাদের ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু বিশ্বকাপে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ম্যাচে যে ব্যাপারগুলো ভালোভাবে কাজে লাগেনি, তা নিয়ে কাজ করতে হবে।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুটি ম্যাচ মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে। যেকোনো বিচারেই সৌদি আরবের চেয়ে মেক্সিকো আর পোল্যান্ড শক্তিধর দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও আলবেসেলিস্তেরা, আগামী ১ ডিসেম্বর। এর আগে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে মেসিরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version