স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে কাইল জেমিসনের চোটের শঙ্কা। তাই তাঁর কাভার হিসেবে বেন সিয়ার্সকে দলে যুক্ত করা হয়েছে। কিউইদের কোচ গ্যারি স্টেড নিশ্চিত করেছেন এই তথ্য। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর গতকাল ডানেডিনে দলের সাথে যুক্ত হয়েছেন জেমিসন। তবে তাঁর আছে চোট শঙ্কা। কোচ গ্যারি স্টেড জানান, সতর্কতার জন্যই প্রথম ওয়ানডের দলে জেমিসনের বদলি হিসেবে ডাকা হয়েছে সিয়ার্সকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাইলকে (জেমিসন) নিয়ে আমরা সতর্ক পথ অবলম্বন করছি। আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না এবং তাকে পেছনে ঠেলে দিতে চাই না। বিশেষ করে গ্রীষ্মের শুরুর দিকে। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সে খেলতে পারে। এ ছাড়া আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। এজন্য আমরা প্রথম ম্যাচের জন্য বেনকে ডেকেছি। বেন দলের পরিবেশের সাথে বেশ পরিচিত। তাকে ফিরতে দেখে ভালো লাগছে।’
তিন ম্যাচের এ সিরিজে নিউজিল্যান্ডের সিনিয়র ক্রিকেটারদের প্রায় সবাইকে বিশ্রাম দেওয়া হয়েছে। টম ল্যাথামের নেতৃত্বে ঘোষিত দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন। জেমিসনের কাভার হিসেবে ডাক পাওয়া সিয়ার্সও আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। ২৫ বছর বয়সী এ পেসার অবশ্য ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২০২১ সালে বাংলাদেশ সফরে তার অভিষেক হয়। সেবার দুটি ম্যাচ খেলেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post