জেমি সিডন্স বেশ নাখোশ শিষ্যদের পারফরম্যান্স দেখে

0
9

স্পোর্টস ডেস্কঃ উইকেটে থিতু হয়ে ব্যাটসম্যানদের উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রবণতায় বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে মাত্র ২৩৪ রানে। সেন্ট লুসিয়ায় জবাব দিতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে উইন্ডিজ। ফলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কেটেছে হতাশাতেই।

দারুণ শুরুর পর ছন্দ হারানো বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪৬ রান করে তামিম ইকবাল ফিফটি মিস করলেও ক্যারিয়ারের ১৪তম টেস্ট ফিফটি হাঁকান লিটন দাস (৫৩)। কিন্তু বেশি দূর টেনে নিতে পারেননি। ১৯১ রানে ৮ উইকেট হারানোর পর শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের ব্যাটে ২৩৪ পর্যন্ত যেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স বেশ নাখোশ শিষ্যদের এমন পারফরম্যান্স দেখে। দিন শেষে সিডন্স বলেন, ‘আমি মনে করি আজকে তামিম, লিটনকে খুব স্বাচ্ছন্দ্যে দেখা গেছে কিন্তু ৪০, ৫০ এ আটকে যাওয়া দলকে বড় সংগ্রহ এনে দিতে পারে না। এসব ব্যাটারদের এমন শুরু পেয়ে সামনে টেনে নিতে হবে। তরুণ ছেলেরাও মুগ্ধ করছিল, তবে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত ক্লোজ ছিল যা আমাদের পক্ষে যায়নি। এই মুহূর্তে ২৩০ খুব ভালো কিছু না।’

সিডন্স আরো বলেন, ‘আজকে ছেলেদের ভালো ধৈর্য্য দেখা গেছে। তারা বল ছেড়েছে বেশ ভালোভাবে। গত এক সপ্তাহ ধরে আমরা এটা নিয়েই কাজ করছিলাম। প্রথম টেস্ট থেকে অনেক বেশি বল খেলেছি আর তারাও (উইন্ডিজ) বেশ ভালো বল করেছে আজ। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছি ততক্ষণ পারিনি, ২৩০ এমন উইকেটে ভালো স্কোর না। আমি মনে করি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here