Home ফুটবল ক্লাব ফুটবল জেসুসকে নিয়ে ভুল করেনি আর্সেনাল, অভিষেকের ৯০ সেকেন্ডেই গোল

জেসুসকে নিয়ে ভুল করেনি আর্সেনাল, অভিষেকের ৯০ সেকেন্ডেই গোল

0

স্পোর্টস ডেস্ক:: কি দারুণ শুরু। স্বপ্নের মতোই শুরু করলেন। ক্লাব জার্সিতে মাঠে নামার ৯০ সেকেন্ডের মধ্যেই পেয়ে গেলেন অভিষেক গোলের দেখা। পিছিয়ে পড়া দলও জিতেছে দারুণ ভাবে। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল নুরেনবার্গের বিপক্ষে জিতেছে ৫-৩ গোলের ব্যবধানে।

ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস দল বদল করে আনতে ৫০৪ কোটি টাকা খরচ করতে হয়েছে আর্সেনালকে। ম্যানচেস্টার সিটি থেকে ৪৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে শেষ পর্যন্ত আর্সেনালে চুক্তি করেন এই তারকা। দলের প্রত্যাশা যে মেটাতে পারবেন সেই ইঙ্গিত দিলেন অভিষেক ম্যাচে জোড়া গোল করে।

যদিও ম্যাচটি অফিসিয়াল নয়। জার্মান ক্লাব নুরেনবার্গের বিপক্ষে প্রস্তুুতি ম্যাচ ছিলো আর্সেনালের। গত রাতে দুই হালি গোলের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় মাত্র দুই গোলে। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্সেনাল দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে। প্রতিপক্ষের জালে গুণে গুণে পাঁচটি গোল দেয় দলটি।বিপরীতে আর্সেনাল দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে। দারুণ রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করেন সমর্থকেরা।

ম্যাচের প্রথমার্ধে নামানো হয়নি ব্রাজিলিয়ান তারকা হেসুসকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন তিনি। তাতেই ঘুরে দাঁড়ায় আর্সেনাল। মাঠে নামার মিনিট দুই একের মধ্যেই ম্যাচের ৪৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন এই তারকা। ৭৫তম মিনিটে জোড়া গোল পূর্ন হয় তার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version