স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাতেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠেছিলো ম্যানচেস্টার সিটি। পরের দিনই তাদেরকে হটিয়ে শীর্ষ স্থান নিলো আর্সেনাল। দুই দলের শীর্ষ স্থান দখল নিয়ে দারুণ এক লড়াই চলছে।
রোববার ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। সাত ম্যাচের ছয়টিতেই জিতলো দলটি। প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে দারুণ ভাবে এগুচ্ছে গ্যাব্রিয়ের জেসুসরা।
ব্রেন্টফোর্ড কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় আর্সেনাল। মিনিট পনেরোর মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। ম্যাচের ১৭তম মিনিটে ফরাসি তারকা উইলিয়াম সালিবার গোলে লিড নেয় দলটি।
১-০ গোলে এগিয়ে থাকা আর্সেনাল ম্যাচের ২৮তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয়। ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়ের জেসুসের গোলে প্রথমার্ধেই তাই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্লাবটি। ব্রেন্টফোর্ড বিরতির আগে আর ঘুরে দাঁড়াতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে আর্সেনাল দ্রুতই ব্যবধান আরো বাড়িয়ে নেয়। ম্যাচের ৪৯তম মিনিটে পর্তুগিজ তারকা ফ্যাবিও ভিয়েরার গোলে ৩-০ গোলের লিড নেয় দলটি। ব্রেন্টফোর্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৩
-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০