স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান এখন ৮।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। আর্তেতার দলের বড় ব্যবধানে জয়ের ম্যাচে গ্যাব্রিয়েল জেসুস করেছেন জোড়া গোল। অন্য দুটি গোল ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট ও সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার।
৩৫তম মিনিটে সফল স্পট কিকে জেসুস এগিয়ে নেন আর্সেনালকে। তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল গানাররা। গত অক্টোবরের পর এই প্রথম ক্লাবের হয়ে জালের দেখা পেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরুতে হোয়াইট ব্যবধান দ্বিগুণ করার খানিক পরই জোড়া গোল পূর্ণ করেন জেসুস। এরপর লিডস একটি গোল শোধ করলেও জাকার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
শিরোপা জয়ের খোঁজে থাকা আর্সেনাল ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০ আর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০