স্পোর্টস ডেস্কঃ নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ভিসা বাতিল করে নাটকীয়ভাবে তাকে বিমানবন্দরে আটকে দেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে টিকার বাধ্যবাধকতা শিথিল করে জোকোভিচকে ভিসা দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ তার টুইট, ‘জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। নিয়ম নিয়মই, বিশেষ করে যখন আমাদের সীমান্তের ব্যাপার আসে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
অস্ট্রেলিয়ান সীমান্ত বাহিনী বলেছে, অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণের প্রমাণ দিতে পারেননি জোকোভিচ এবং তার ভিসা তাৎক্ষণিক বাতিল হয়েছে। দেশের নাগরিক যারা নয়, তারা যদি প্রবেশের জন্য বৈধ ভিসাধারী না হয় এবং যাদের ভিসা বাতিল হয়েছে তাদের আটক করে অস্ট্রেলিয়া থেকে অপসারণ করা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০