জোড়া গোলে বেলিংহাম-ভিনিসিউস জুনিয়র জেতালেন রিয়ালকে

0
146

স্পোর্টস ডেস্ক:: পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে জেনালেন বেলিংহাম, ভিনিসিউস জুনিয়ররা। লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে মাদ্রিদদরা জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ প্রথমার্ধেই সমতায় ফিরেছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিশ্চিত করেছে জয়। আলমেরিয়া ম্যাচ শুরুর মিনিট তিনেকের মধ্যেই মাদ্রিদ শিবিরে হতাশা ছড়িয়ে দেয়। ম্যাচের তৃতীয় মিনিটেই সার্জিও আরিবাসের গোলে লিড নেয় দলটি।

পিছিয়ে পড়া মাদ্রিদ বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। বেলিংহাম দ্রুতই দলকে সমতায় ফেরান। ১৯তম মিনিটে আলমেরিয়ার জালে বল পাঠিয়ে স্কোর ১-১ করে তিনি। প্রথমার্ধে দু’দলের কেউ আর গোল করতে পারেনি। সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরপরই বেলিংহাম জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের ৬০তম মিনিটে তার গোলেই রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। তেরো মিনিটের মধ্যেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র ব্যবধান আরো বাড়িয়ে নেন। ৭৩তম মিনিটে তার গোলেই রিয়াল মাদ্রিদের ৩-১’র জয় নিশ্চিত হয়।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো মাদ্রিদরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here