স্পোর্টস ডেস্ক:: ফরাসি লিগে কিলিয়ান এমবাপের জোড়া গোলের রাতেও হেরেছে পিএসজি। ফরাসি তারকার জোড়া গোলের জবাবে পাল্টা জোড়া গোল করে নাইজেরিয়ান টেরেম মফি জিতিয়েছে নিসকে।
লিগ ওয়ানে নিস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। হেরে গেলেও পুরো ম্যাচই দাপট দেখিয়েছে এমবাপেরা। ভালো খেলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে তাদেরকে।
ম্যাচের শুরুতেই নিস লিড নেয়। ২১তম মিসিটে টেরেম মফির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। কিলিয়ান এমবাপে মিনিট আটেক পরেই পিএসজিকে সমতায় ফেরান। ২৯তম মিনিটে তার গোলেই স্কোর লাইন হয় ১-১। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আবারো লিড নেয় নিস। ৬৩তম মিনিটে টেরেম মফির পাস থেকে পাওয়া বল পিএসজি জালে জড়ান গেটান লেবোর্দে। ২-১. ব্যবধানে এগিয়ে যায় নিস। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। তবে সেই সুযোগ পায়নি দলটি। উল্টো ম্যাচের ৬৮তম মিনিটে গেটান লেবোর্দের পাস থেকে পাওয়া বলে টেরেম মফি জোড়া গোল পূর্ণ করেন। নিস এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।
কিলিয়ান এমবাপের পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার জন্য আক্রমণের পর আক্রমণ করতে থাকেন। ৮৭তম মিনিটে ফরাসি তারকা জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের স্কোর লাইন তখন ৩-২। পিএসজি শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি। হার নিয়েই তাই মাঠ ছাড়তে হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post