স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারি ক্লাব আল দুহাইলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে আল নাসর। মঙ্গলবার রাতে ৪-৩ গোলে জিতল সৌদি লিগের শীর্ষ দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন সৌদির ফুটবলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
রিয়াদে আল নাসর ৩-০ গোলের লিড পেলেও দুহাইল ব্যবধান ৩-২ করে ফেলে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়। কিন্তু রোনালদোর দারুণ এক গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির। রোনালদোর অ্যাসিস্টে থেকে তালিস্কার গোলে লিড পায় আল নাসর। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
৫৬ মিনিটে গোলের দেখা পান সাদিও মানে। ৬১ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো নিজে। এরপর দুহাইলের টানা দুই গোল। ৬৩ মিনিটে প্রথম গোল হজম করে আল নাসর। চার মিনিট পর আবারও একই ঘটনা। ইসমাইল মোহাম্মদ প্রথমে গোল করেন। এরপর গোলের খাতায় নাম লেখাল দুহাইলের আলমজ আলী।
৮১ মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন রোনালদো। তাতে নাসরের পক্ষে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। ৮৫ মিনিটে আরেকটি গোল করে দুহাইল। শেষ পর্যন্ত আর কেউ গোল না পাওয়ায় জয় নিশ্চিত হয় নাসরের। এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে সবার শীর্ষে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০