স্পোর্টস ডেস্ক:: প্রতিপক্ষকে নিয়ে রীতমতো ছেলেখেলা করলো রোনালদোরা। পাঁচ গোলের দু’টি রোনালদোর, দু’টি তালিসার। তাতেই সৌদী প্রো লিগে আল নাসর পেয়েছে বড় জয়। আল আদাহকে হারিয়েছে ৫-০ গোলের বড় জয়ে।
এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আরো মজবুত করলো দলটি। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে মাত্র এক পয়েন্ট কম দলটির। সমান ২২ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৫৩। আল নাসরের পয়েন্ট ৫২।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নাসর। রোনালদোদের দলের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টেবিলের নিচের দল আল আদাহ। প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে আল নাসর জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে।
প্রথমার্ধে আক্রমণাত্মক খেললে গোল পাচ্ছিলো না আল নাসর। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন রোনালদো। ৪০তম মিনিটে তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়েই বিরতিতে যায় আল আদাহ।
দ্বিতীয়ার্ধে আদাহ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সাফল্য পায়নি দলটি। ৫৫তম মিনিটে তালিসার গোলে ব্যবধান বাড়ায় নাসর। ২-০ গোলে এগিয়ে দলকে মিনিট দশেক পরেই আরো এগিয়ে দেন রোনালদো। ম্যাচের ৬৬তম মিনিটে জোড়ার গোল পূর্ণ করেন তিনি। নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বড় ব্যবধানে এগিয়ে থাকা দলকে এবার আরো এগিয়ে দেন তালিসা। রোনালদোর পর তিনিও জোড়া গোল পূর্ণ করেন। ৭৮তম মিনিটেই নাসর এগিয়ে যায় ৪-০ গোলে। এক হালি গোল হজম করে বিপর্যস্ত হওয়া আদাহর কফিনে শেষ পেরেক ঠুকে দেন আয়মান ইয়াহইয়া। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে নাসরের ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০