স্পোর্টস ডেস্ক:: শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল ছিলো হারের শঙ্কায়। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো জোড়া গোল করে হার এড়ালেন। সেভিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো মাদ্রিদরা। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলের ব্যবধানে।
লা লিগার শিরোপা আগেই নিষ্পত্তি হয়েছে। বার্সেলোনা পুনরুদ্ধার করেছে শিরোপা। রিয়াল মাদ্রিদ শুরুতে শিরোপার লড়াইয়ে থাকলেও শেষের দিকে পিছিয়ে পড়ে। জাভির দল তাই শিরোপা ঘরে তুলে।
সেভিয়ার বিপক্ষে ম্যাচটিতে জয়ের জন্য খুব একটা কষ্ট করতে হয়নি রিয়ালকে। শুরুতেই পিছিয়ে পড়ায় কিছু শঙ্কা তৈরি হয়েছিলো হারের। তবে রদ্রিগো সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। প্রথমার্ধেই সমতায় ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে নিশ্চিত করেন দলের জয়।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। রাফা মিরের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় দলটি। শুরুতেই গোল হজম করা রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরার জন্য অপেক্ষা করতে হয় বেশ কিছু সময়। আধঘন্টার মধ্যেই অবশ্য সমতায় ফেরে দলটি। ২৯তম মিনিটে রদিগ্রো গোল করে স্কোর লাইন ১-১ করেন। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে রিয়াল। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো দলটি। ৬৬ ভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণ রাখে লুকা মদ্রিচরা। পাসিংয়েও এগিয়ে ছিলো তারা। রিয়ালের ৭৩৫ পাসের বিপরীতে সেভিয়ার পাস ছিলো মাত্র ৩৫২টি।
বিরতির পর লিড নিয়ে রিয়াল কিছুটা সময় নেয়। প্রায় মিনিট পঁচিশেক পর রদ্রিগোর গোলে এগিয়ে যায় দলটি। ম্যাচের ৬৯তম মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ম্যাচের বাকীটা সময় সেভিয়া আর গোল করতে পারেনি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মাদ্রিদরা।
৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট রিয়ালের। ২৪ জয়ের সঙ্গে পাঁচ ‘ড্র’ ও আট হার সঙ্গী দলটির। শিরোপা জেতা বার্সার পয়েন্ট ৮৫। ৩৬ ম্যাচ খেলা দলটি জিতেছে ২৭ ম্যাচ। ৩৭ ম্যাচে ১৩ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে দশে আছে সেভিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post