স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে সেল্টিককে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতের এই বড় জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান ইউরোপ সেরারা। শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ আরবি লাইপজিগ। শাখতার তৃতীয় হয়ে ইউরোপা লিগে জায়গা পেয়েছে।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লুকা মদ্রিচ রিয়ালকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান মার্কো আসেনসিও, ভিনিসিউস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। ম্যাচের শুরুতেই সেল্টিকের সেন্টার ব্যাক মর্টিজ জেনজের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে গোল করেন মদ্রিচ। ২০ মিনিটে আবারও রিয়ালকে পেনাল্টি উপহার দেয় সেল্টিক। এবার বল হাতে লাগান ম্যাট ও’রেইলি। পেনাল্টি থেকে এবার গোল করেন রদ্রিগো।
৩৫ মিনিটে রিয়ালের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়া বাজপাখির মতো ঝাঁপিয়ে রুখে দেন জসিপ জোরানোভিচের নেওয়া পেনাল্টিটি। গোলের হাতছাড়া করে ৬১ মিনিটে আরো পিছিয়ে পড়ে সেল্টিক। আগেই গোল মিস করা রিয়াল তারকা ভিনিসিয়ুস মেটান দায়। ভালভার্দের দারুণ পাসে নিঁখুত ফিনিশিংয়ে জালের ঠিকানায় পাঠান এই ব্রাজিলিয়ান। ৭১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে রিয়ালকে ৫-০ গোলে এগিয়ে দেন নিজের সেরা ছন্দে থাকা ভালভার্দে। শেষ দিকে অবশ্য দারুণ এক ফ্রি-কিক গোলে ব্যবধান ৫-১ করে পেদ্রো জোতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০