স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২-০ তে। গত রাতে অজিরা জিতেছে ১২৩ রানে। ব্লুফন্টেইন টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯২ রানের পাহাড় গড়ে সফরকারীরা। জবাব দিতে নেমে প্রোটিয়াদের ইনিংস থামে ২৬৯ রানে।
আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ১১.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ১০৯ রান। হেড টি-টোয়েন্টি মেজাজে ৩৬ বলে ৬৪ রান করেন। সেঞ্চুরি করেছেন প্রথম ওয়ানডের নায়ক মারনাস লাবুশানেও।
৯৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেছেন ঘটনাচক্রে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী লাবুশানে। ওয়ানডে ক্যারিয়ারের এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়ক মিচেল মার্শ ফেরেন শূন্য রানে। শেষদিকে জশ ইংলিসের ৩৭ বলে ৫০ রানে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৯২ রানে।
জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও দারুণ হয়। দশম ওভারে ৩০ বলে ৪৫ রান করা করা ডি কক যখন বিদায় নেন তখন প্রোটিয়াদের সংগ্রহ ৮১ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা বাভুমা এদিন করেছেন ৪৬ রান। বড় লক্ষ্য তাড়া করতে যে ধরনের ইনিংস খেলা দরকার, সে ধরনের ইনিংস খেলতে পারেননি কোনো প্রোটিয়া ব্যাটারই।
হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার দুজনই করেন ৪৯ রান। শেষ পর্যন্ত ২৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২টি করে উইকেট নেন শন অ্যাবোট, অ্যারন হার্ডি ও জস ইংলিস। দুদলের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০