স্পোর্টস ডেস্ক:: আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপ দল ঘোষণা করেছে। ইংলিশ বোর্ড ইসিবি দলে ফরিয়িয়েছে জোফ্রা আর্চারকে।
কনুইয়ের ইনজুরির কারনে দীর্ঘ দিন থেকে জাতীয় দলের বাইরে ছিলেন আর্চার। ফিরলেন বিশ্বকাপ দিয়েই। দুই অভিজ্ঞ স্পিনার আদিল রশিদ ও মঈন আলী সুযোগ পাননি বিশ্বকাপ দলে। তাদের দু’জনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্পিনার টম হার্টলি।
ইংলিশদের চ্যাম্পিয়ন করানোর নায়ক বেন স্টোকস নেই এবারের বিশ্বকাপ দলে। তিনি আন্তর্জাতিক টি-২০ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ইসিবি এই অভিজ্ঞ তারকার জায়গায় দলে নিয়েছে বেন ডাকেটকে।
বিশ্বকাপে গ্রুপ বি’তে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে জস বাটলারের দল।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী (সহ-অধিনায়ক), স্যাম কারান, ক্রিস জর্ডান, টম হার্টলি, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড, রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post