স্পোর্টস ডেস্ক:: জুডে বেলিংহামের জোড়া গোলের দিনে পেনাল্টি মিস করেছেন জোসেলু। পেনাল্টি মিস করলেও গোল করেছেন। গোল করেছেন ভিনিসিউস জুনিয়রও। তাতেই লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
কার্লো আনচেলত্তির দল ৪-০ ব্যবধানে ওসাসুনাকে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিল টপার দল হয়েছে।জুডে বেলিংহামদের জোড়া গোলের দিনে মাদ্রিদরা টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করেছে। রিয়ালের পরেই দ্বিতীয় স্থানে আছে জিরোনা।
নয় ম্যাচে আট জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদরা। এবারের লা লিগায় চমকে দেয়া জিরোনা সমান ম্যাচে সাত জয়, এক ‘ড্র’ ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে।
প্রথমার্ধের এক গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন গোলে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মাদ্রিদরা। ওসাসুনা একে একে চার গোল হজম করলেও শোধ দিতে পারেনি একটিও। বড় জয়ের ম্যাচে জোসেলু একটি গোল দিয়ে মিস করেছেন আরেকটি।
ম্যাচের ৯ম মিনিটেই বেলিংহামের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে পিছিয়ে পড়া ওসাসুনা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। মাদ্রিদরাও ব্যবধান বাড়াতে পারেনি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পরপরই কার্লো আনচেলত্তির শিষ্যরা জ্বলে উঠেন। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলেন ওসাসুনাকে। ৫৪তম মিনিটে বেলিংহাম জোড়া গোল পূর্ণ করেন। রিয়াল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র মিনিট দশেক পরেই ব্যবধান বাড়িয়ে নেন। ৬৫তম মিনিটে তার গোলে রিয়াল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া ওসাসুনা নিজেদের রক্ষণ সামলেই হিমশিম খায়। খুব একটা আক্রমণে উঠার সুযোগ পায়নি দলটি। ভিনিসিউসের গোলের মিনিট পাঁচেক পরেই গোলের হালি পূর্ণ করেন জোসেলু। ৭০তম মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
পরপর তিন গোলে এক হালি গোল হজমের পর নিজেদের রক্ষণ কিছুটা সামলায় ওসাসুনা। এরপর আর কোনো গোল হজম করেনি। উল্টো ম্যাচের শেষ দিকে একটি পেনাল্টি সেভ করে দলটি। ৮৪তম মিনিটে জোসেলুর পেনাল্টি মিস করেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post