স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন স্পিনার নাসুম আহমদ। প্রথম ম্যাচে কোনো উইকেটের দেখা না পাওয়া এই স্পিনার দ্বিতীয় ম্যাচে দারুণ বল করছেন। এরই মধ্যে শিকার করেছেন ৩ উইকেট। মিরাজ-নাসুমে চাপে পড়ছে স্বাগতিকরা।
টস হেরে ব্যাট করতে নামা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের শিকারে প্রথম উইকেট হারিয়েছে। ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে প্রথম উইকেটের দেখা পায় সফরকারী বাংলাদেশ।
মোসাদ্দেকের পরপরই আগের ম্যাচে অভিষেক হওয়া নাসুম আহমেদ পেয়েছেন প্রথম উইকেটের দেখা। আন্তর্জাতিক ওয়ানডেতে নাসুমের প্রথম শিকার ব্রুকস। এরপর নিজের ষষ্ট ওভারে জোড়া আঘাত করেন তিনি। ইনিংসের ১৮তম ওভারের চতর্থ বলে ওপেনার শাই হোপ, পঞ্চম বলে ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানকে সাজঘরে পাঠান তিনি।
দলীয় ২৭ রানে ক্যারিবিয়ান ওপেনার কাইল মায়ার্সকে সাজঘরে পাঠিয়েছেন মোসাদ্দেক। বল হাতে ইনিংস শুরু করা মোসাদ্দেক নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১৭ রানে ব্যাট করা মায়ার্সের স্ট্যাম্প ভেঙ্গে দেন। এরপরই নাসুম আঘাত হানেন উইকেটে। নিজের ব্যক্তিগত চতুর্থ ওভারের পঞ্চম বলে, ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে এই স্পিনার ভেঙ্গে দেন ৫ রানে থাকা ব্রুকসের স্ট্যাম্প। এরপর দলীয় ৪৪ রানে তৃতীয় উইকেটে ব্যক্তিগত ১৮ রানে শাই হোপ ও দলীয় ৪৫ রানে রানে খাতা খোলার আগেই পুরান ফিরেন সাজঘরে।
এপ্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৮.৫ ওভারে চার উইকেটে ৪৬ রান। ৪ রানে ব্রেন্ডন কিং ও শুন্য রানে রভম্যান পাওয়েল অপরাজিত আছেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে উইন্ডিজ ও বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচই হচ্ছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। প্রথম ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
বাংলাদেশ একাদশ::
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
উইন্ডিজ একাদশ::
নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামারাহ ব্রুকস, ব্র্যান্ডন কিংস, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মতি, আলঝারি জোসেপ ও আকিল হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০