স্পোর্টস ডেস্ক:: এক সাথে জ্বলে উঠলেন মেসি, নেইমার, এমবাপে। অন্য দুই তারকার সঙ্গে কিলিয়ান এমবাপে করলেন জোড়া গোল। তাতেই পিএসজি পেলো জয়ের দেখা। সাত গোলের ম্যাচে পিএসজি। লিগ ওয়ানে লিল ৪-৩ গোলে হারিয়েছে ফরাসি ক্লাবটি।
টানা তিন হার নিয়ে লিলের বিপক্ষে মাঠে নামা পিএসজি হারের শঙ্কায় ছিলো। ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিলো দলটি। ৩-২ ব্যবধানে পিছিয়ে থাকা নেইমারদের সামনে তখন হারের শঙ্কা। এমন সময় জ্বলে উঠেন মেসি-এমবাপে। শেষ মুহুর্তে দু’জনের দুই গোলে পিএসজি অবশেষে জিতলো ৪-৩ ব্যবধানে।
সাত গোলের ম্যাচটির তিনটি গোল এসেছে প্রথমার্ধে। চার গোল এসেছে দ্বিতীয়ার্ধে। দুই দল লড়াই করেছে সমানে সমান। শেষ মুহুর্তে গিয়ে টানা তিন হারের বৃত্ত থেকে বেরিয়েছে ফরাসি জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। ১১তম মিনিটে তার গোলেই লিড নেয় ফরাসি ক্লাবটি। দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ম্যাচের ১৭তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।
শুরুতেই পিছিয়ে পড়া লিল দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে। ম্যাচের ২৪তম মিনিটেই ব্যবধান কমায় দলটি। বেফোর্ড ম্যাচের স্কোর লাইন করেন ২-১। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরো কমায় লিল। পিএসজি নিজেদের রক্ষণভাগে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে ডেভিড গোল করে সমতায় ফেরান লিলকে। সমতায় থাকা ম্যাচে লিল লিড নেয় মিনিট দশেক পরেই। ৬৯তম মিনিটে বামবার গোলে লিল এগিয়ে যায় ৩-২ গোলে।
আরো একটি হারের শঙ্কায় ছিলো পিএসজি। ম্যাচের ৮৬তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিলো দলটি। ৮৭তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে স্বস্তি ফেরে ফরাসি শিরিবে। ম্য্যাচের স্কোর লাইন হয় ৩-৩। শেষ মুহুর্তে পিএসজির জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। যোগ করা সময়ের ৫ম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন তিনি। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post