স্পোর্টস ডেস্কঃ লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। মঙ্গলবার সকালে বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ম্যাচসেরা হওয়ার দিনে ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নেন জ্যাম্পা। টি-টোয়েন্টিতে উইকেট শিকারে তিনি অজি বোলারদের মধ্যে সবার ওপরেই ছিলেন। বিশ্বকাপ শুরুর আগে সেঞ্চুরি পেতে তার দরকার ছিল আর ৮ উইকেট। যা পূর্ণ করলেন আজ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে জাম্পার শিকার দলের হয়ে সর্বোচ্চ ৮ উইকেট।
অজি দলে জ্যাম্পার গুরুত্বপূর্ণ সব অবদানে খুশি মার্শ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর দলের লেগ স্পিনারকে তিনি বলেন, ‘আপনি যদি তার ক্যারিয়ার দেখেন, বিশেষ করে গত ৫ বছরে, খুব সম্ভবত আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে বড় মুহূর্ত ভালোবাসে, চাপের মুহূর্ত পছন্দ করে। এটি অভিজ্ঞতার সঙ্গে আসে। এখন সে দারুণ বোলিং করছে। তাকে পেয়ে আমরা ভাগ্যবান।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post