‘জয়ের জন্য সব কিছু করত পারবেন তামিম’

0
19

স্পোর্টস ডেস্ক: চট্টলার ছেলে তামিম ইকবাল। গত বছরও বিপিএল খেলে ছিলেন নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির হয়ে। এবারো খেলছেন চিটাগং ভাইকিংসের হয়ে। গত বছর বিপিএলে দলকে নেতৃত্ব দিয়ে একের পর এক হারের স্বাদ নিতে হয়েছে।  মাত্র দু’একটি ম্যাচের জয়ের দেখা পেয়ে ছিলনে তিনি।

তামিম ইকবালের বিপিএল গত আসরে  ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (২৯৮)। কিন্তু দলীয় দিক থেকে সুবিধা করতে পারেননি তামিম ইকবাল। তৃতীয় আসরে চিটাগং ভাইকিংসের এই অধিনায়ক দলকে মাত্র দুইবার জয়ের স্বাদ দিতে পেরেছিলেন।

তবে এবার বদলে যেতে চান। দলের জয়ের জন্য যা যা করণীয় দরকার সবই করতে প্রস্তুুত আছেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘আমাদের লক্ষ্য, প্রথম ম্যাচে একটা টিম তৈরী করা। যেখানে টিম স্পিরিট রেডি করতে চাই, যেখানে একজন আরেকজনকে বুঝবে, নিজেদের সাফল্য শেয়ার করবে। যদি একটা টিম করতে পারি তাহলে আশা করছি এ বছর ভালো ফল আসবে। ব্যক্তিগতভাবে চেষ্টা করবো আমি আমার সেরাটা খেলার। যেখানেই খেলি না কেন আমি সব সময় চেষ্টা করি সেরা খেলাটা খেলার। শতভাগ কমিট এই দলটির জন্য। সাফল্যের জন্য যা করার দরকার, সব করবো।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here