স্পোর্টস ডেস্ক:: গল টেস্টে পাকিস্তানের জয় এক প্রকার নিশ্চিত। তবে শেষ পর্যায়ে এসে আটকে আছে দলটি। মাঠ ভেজা থাকায় শেষ দিনের খেলা আপাতত বন্ধ আছে। জয় নিশ্চিত করে পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ১১ রান। হাতে আছে এক সেশনেরও বেশি সময়। সঙ্গে ৪ উইকেট।
এ প্রতিবেদন লেখা পাকিস্তানের সংগ্রহ ১২৪.৪ ওভারে ৬ উইকেটে ৩৩১ রান। ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে দলটি। সেঞ্চুরিয়ান আব্দুল্লা ১৫৪ রানে ও নেওয়াজ ১২ রানে অপরাজিত আছেন।
সকালে ১২০ রানে পিছিয়ে থেকে শেষ দিনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। গল টেস্টে চতুর্থ ইনিংসে ৩৪২ রান টপকে জয়ের পথে এগুচ্ছে পাকিস্তান। আব্দুল্লা শফিকের শতক আর বাবর আজমের ব্যাটে চতুর্থ দিন শেষে সফরকারী দলটি পিছিয়ে ছিলো মাত্র ১২০ রানে। সকালে ব্যাটিংয়ে নামা শফিক ও রিজওয়ানের ব্যাটে এগুতে জয়ের পথে এগুতে থাকে দলটি। আগের দিন ১১২ রানে অপরাজিত থাকা শফিক দেড়শোর ঘর ছাড়িয়ে গেছেন। ১২ রান নিয়ে ব্যাটিং শুরু করা রিজওয়ান আজ সাজঘরে ফিরেছেন ৪০ রানে।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২২২ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়। এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অলআউট হয় ৩৩৭ রানে। বাবর আজমের দলের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান।
চতুর্থ ইনিংসে বড় লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান দুই ওপেনারের ব্যাটেই ভালো শুরু পায়। ইমাম উল হক ও আব্দুল্লা শফিক উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৮৭ রান। ইনিংসের ২৯তম ওভারের পঞ্চম বলে মেন্ডিসের শিকারে সাজঘরে ফিরেন ইমাম। তিন চারে ৭৩ বলে ৩৫ রান করেন তিনি।
সেঞ্চুরিয়ান আব্দুল্লা দ্বিতীয় উইকেটে আজহার আলীকে নিয়ে বেশিদূর যেতে পারেননি। ১৭ যোগ করতেই আজহার আলী ফিরেন সাজঘরে। ৪০তম ওভারের প্রথম বলে দলীয় ১০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দলটি। তৃতীয় উইকেটে আব্দুল্লা ও বাবর আজম গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দু’জনে মিলে তুলে নেন ১০১ রান। এরপরই দলীয় ২০৫ রানে বাবরের বিদায়ে ভাঙে তাদের শতরানের জুটি। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে জয়াসুরিয়ার শিকারে ব্যক্তিগত ফিফটির পর থেমে চান পাক অধিনায়ক। চার চার ও এক ছয়ে ১০৪ বলে ৫৫ রান করেন তিনি।
অধিনায়কের বিদায়ের পরও অবিচল থাকেন সেঞ্চুরিয়ান আব্দুল্লা। জয়ের পথেই রাখছেন দলকে তিনি।
শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া ৪টি ও রমেশ মেন্ডিস ১টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০