নিজস্ব প্রতিবেদকঃঃ পরপর তিন উইকেট হারালো বাংলাদেশ। ওপেনার জয়ের পর সাজঘরে ফিরে গেছেন শান্ত। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ২য় উইকেট হারিয়েছে দলীয় ৩ রানে।
শান্তর বিদায়ের পর অধিনায়ক মুমিনুলও ফিরেছেন শুন্য রানে। দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। আউট হওয়া তিন ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেননি।
প্রথম টেস্টের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের আগের রাতে উইন্ডিজ দলে আসা কেমার রোচ শুরুতেই উইকেট শিকার করেছেন।
ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বাংলাদেশের ওপেনার জয়কে সাজঘরে ফেরত পাঠান তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নামছে সফরকারী বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হল আজ।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্টইন্ডিজের অধিনায়ক ব্যাথয়েট।