জয়ে ফিরতে চায় বাংলাদেশ, একাদশে থাকছেন যারা…

0
11

স্পোর্টস ডেস্ক:: হতাশা যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। টি-২০ ক্রিকেটে বলার মতো তেমন কোনো সাফল্য নেই। সবশেষ ১০ ম্যাচের মাত্র একটিতে এসেছে জয়। ক্যারিবিয়ান দ্বীপে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজ দিয়ে তাই জয়ে ফিরতে চাইছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়েই বাংলাদেশ টি-২০ ক্রিকেটে জয়ে ফিরতে চাইছে। গত টি-২০ বিশ্বকাপ থেকেই চলছে বাংলাদেশের হতাশা জনক পারফরম্যান্স। মাহমুদউল্লাহ রিয়াদের দল ডমিনিকার উইন্ডসর পার্কে আজ তাই ঘুরে দাঁড়াতে চায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

জয়ের জন্য বাংলাদেশকে সব শেষ সফর অনুপ্রেরণা দিচ্ছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগাররা টেস্টে হোয়াইটওয়াশ হয়ে ছিলো। তবে টি-২০ সিরিজটি জিতেছিলো ২-১ ব্যবধানে। জয়ের জন্য আজকের ম্যাচে সেরা একাদশটাই মাঠে নামবে টাইগারদের। টি-২০ ফরম্যাটে উইন্ডিজদের সাথে আগেও জিতেছে বাংলাদেশ। দুই দল ১৩টি টি-২০ ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচ। সাতটি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছেন, আক্রমণাত্মকই থাকবে তার দল। পাওয়ার হিটিং করতে হবে। বাউন্ডারি হাঁকালেই আসবে জয়। শেষ মুহূর্তে টি-২০ স্কোয়াডে গেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমদ। তবে তাদের একাদশে আসার সম্ভাবনা ক্ষীণ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন দাস, মুনিম শাহরিয়ার, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুক, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমদ।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: (সম্ভাব্য):: নিকোলাস পুরান (অধিনায়ক), কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, ডেভন থমাস, রভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওডেন স্মিথ ও ওবেদক ম্যাককয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here