জয়ে ফিরলো বায়ার্ন মিউনিথ

0
63

স্পোর্টস ডেস্ক: অবশষে ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।  বরুশিয়া গ্ল্যাডব্যাখকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের ষষ্ঠ জয় তুলে নিল কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। এনিয়ে মোট ৮টি ম্যাচ খেলেছে দলটি। যার মধ্যে সর্বশষ দু’টিতে ড্র চিলো।

বরুশিয়ার সঙ্গে জয়ে ৮ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানকে আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ অ্যালায়েঞ্জ অ্যারিনায় প্রথমার্ধের ১৬ মিনিটে দলের চিলির মিডফিল্ডার আরতুরো ভিদালের শক্তিশালী হেডের সামনে গ্ল্যাডব্যাখ গোলরক্ষক ইয়ান সোমার পরাস্ত হলে ১-০তে লিড পায় স্বাগতিকরা।
এরপর ৩১ মিনিটে ডগলাস কস্তার লো ড্রাইভ থেকে দ্বিতীয় দফায় সোমার পরাস্ত হলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিক বায়ার্ন মিউনিখ।

দ্বিতীয়ার্ধে গিয়ে অনেকটাই রক্ষণাত্নক খেলেছে স্বাগতিকরা। প্রতিপক্ষের জালে গোল জড়ানোর চাইতে নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থেকেছেন জাভি মার্টিতেজ, ম্যাট হামেলস ও রাফিনহারা।

তবে ৭১ মিনিটে বায়ার্নের সেই রক্ষণও বলতে গেলে ভেঙেই দিয়েছিলেন গ্ল্যাডবাখ মিডফিল্ডার আন্দ্রে হান। জুলিয়ান ক্রবের ডিপ ক্রস থেকে গোলের দারুণ এক সম্ভাবনা জাগিয়ে ছিলেন কিন্তু সেখানে বাধ সাধেন ম্যানুয়েল ন্যুয়ের। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্নরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here