জয়ে শুরু শ্রীলঙ্কার ত্রি-দেশীয় সিরিজ

0
19

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশী সিরিজ শুরু করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বোলিং তোপে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় আগে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংস।

১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত ৭৮ রানে সহজেই জয় পেয়ে লঙ্কানরা।

১২ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। কুশল পেরেরা ২১ ও নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে আসে ৪১। পেরেরাকে চামু চিবাবা আর নিরোশানের উইকেটটি নেন আরেক পেসার তিনাশে পানইয়াঙ্গারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫০ রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুইয়ানরা। সপ্তম উইকেটে ৫৫ রানের পার্টনারশিপে লজ্জা এড়ান পিটার মুর (৪৭) ও গ্রায়েম ক্রেমার।

অষ্টম উইকেটে ডোনাল্ড তিরিপানোকে (১৯) নিয়ে আরো ৩১ রান যোগ করে ক্রেমার (৩১)। ১১ নম্বরে নামা পানইয়াঙ্গারা ১২ রান করেন। শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে অলআউট হয় তারা।

সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন ডানহাতি পেসার আসিলা গুনারাত্নে। দু’টি করে নেন নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ। বাকি উইকেটটি বাঁহাতি স্পিনার সাচিত পাথিরানার।

বুধবার একই গ্রাউন্ডে পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে লঙ্কানরা। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here