স্পোর্টস ডেস্ক: ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় দিয়েই প্রথম লেগের খেলা শেষ করেছে। বুধবার রহমতগঞ্জকে আবাহনী হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।
সানডে সিজোবার জোড়া গোলে প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে আকাশী-নীল জার্সিধারীরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার শুরু থেকেই এগিয়ে যাওয়ার লড়াই শুরু করে দু’দলই। আক্রমণ-প্রতিআক্রমণে একে অপরের রক্ষণভাগকে রাখে দারুণ ব্যস্ত।
আবাহনীর হয়ে ৩২ মিনিটে গোলের সম্ভাবনা জাগান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা। জালের একেবারে সামনে গিয়ে দুর্দান্ত হেডে চেয়েছিলেন গোল রক্ষককে পরাস্ত করতে। কিন্তু পারেননি।
প্রথমার্ধে আবাহনীর সব চাইতে বড় সুযোগটি এসেছিল অতিরিক্ত সময়ে। মাঝমাঠ থেকে একা বল নিয়ে বক্সের ঢুকে পড়েন সানডে। সেখানে ছিলেন না কোনো রক্ষণভাগের খেলোয়াড়। গোলরক্ষককে একা পেয়েও সুবর্ণ সুযোগটি কাজে লাগে না পারলে গোলশুণ্য ড্র নিয়েই দু’দলকে যেতে হয় প্রথমার্ধের বিরতিতে।
প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই সফলতার দেখা পায় আবাহনী। ৪৮ মিনিটে রহমতগঞ্জ সীমানায় বল নিয়ে ঢুকে পড়েন জুয়েল রানা। মুহুর্তেই তাকে আটকে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ। তারপরেও দমে যাননি জুয়েল। বলটি এগিয়ে দেন সানডে সিজোবাকে। আর সানডে কী করলেন? পায়ের কৌশলী ছোঁয়ার বলটি পাঠিয়ে দিলেন জালে। ব্যাস ১-০ তে এগিয়ে যাবার উল্লাসে মেতে ওঠে জর্জ কোটানের শিষ্যরা।
পিছিয়ে পড়াটা ঠিক যেন মেনে নিতে পারছিলো না রহমতগঞ্জ। আক্রমণের পসরা সাজিয়ে বারবারই চেয়েছে আবাহনীর সুরক্ষিত রক্ষণ ভাঙতে। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে কেননা কৌশল পাল্টে রক্ষণাত্নক খেলা শুরু করেছে আকাশী নীলেরা। ফলে রহমতগঞ্জের একটি আক্রমনও সফলতার মুখ দেখেনি।
রহমতগঞ্জ যখন আক্রমন রচনা করেও ব্যর্থ হচ্ছিলো ঠিক তখনই আবার সফলতার মুখ দেখে আবাহনী। এবারও আবাহনীর নায়ক সেই সানডে। ম্যাচের নির্ধারিত সময় শেষে যখন ইনজুরি টাইমের খেলা চলছিলো তখন মাঝ মাঠের অনেক বাইরে থেকে তার শটটি গিয়ে আছড়ে পড়ে রহমতগঞ্জ জালে। আর তাতেই ২-০ তে এগিয়ে যায় আবাহনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০