নিজস্ব প্রতিবেদকঃ ওশাদি রানাসিংহের অফ স্টাম্পের বলে হাঁটু মুড়িয়ে স্লগ সুইপ শটে ডিপ মিড উইকেটের উপর দিয়ে সজোরে শটে ছক্কা আয়েশা নাসিমের। পরের বলেও, পুল শটে ডিপ মিড উইকেটের উপর দিয়ে আয়েশা নাসিমের আরও একটি ছক্কা। টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়েই প্যাডে সজোরে আঘাত করে জয়ের উচ্ছ্বাসে মাতেন আয়েশা।
রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় থাকা ম্যাচকে নিমিষেই নিজেদের করে নেন আয়েশা। পাকিস্তানকে এনে দিয়েছেন ৭ বল বাকি থাকতে ৫ উইকেটের বড় জয়। নারীদের এশিয়া কাপে লিগ পর্বের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়ে রাখলো পাকিস্তান। অপরদিকে হার দিয়ে লিগ পর্ব শেষ করলো শ্রীলঙ্কা।
লঙ্কানদের দেওয়া ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে পাকিস্তান। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে দলটি। তবে সেখান থেকে পঞ্চম উইকেটে নিধা দার ও আলিয়া রিয়াজের ৪৫ রানের জুটি পাকিস্তানকে জয়ের পথটা সহজ করে দেয়। যদিও শেষ দিকে খানিকটা, কাছকাছি চলে যায় ম্যাচ। কিন্তু আয়েশার ২ ছক্কা ম্যাচ বের করে নিয়ে আসে।
পাকিস্তানের হয়ে ২৮ বলে ১ বাউন্ডারিতে সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থাকেন নিধা দার। ২৬ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আলিয়া রিয়াজ। ৫ বলে ২ ছক্কায় ১৬ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন আয়েশা।
শ্রীলঙ্কার হয়ে কাভিশা দিলহারি ২টি, ওশানি রানাসিংহে, আচিনি কুলাসুরিয়া ও ইনোকা রানভিরা ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরুই পেয়েছিল শ্রীলঙ্কা। তবে এটির ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি দলটি।
১৮.৫ ওভারে ১১২ রানে গুঁটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ২৬ বলে ৯ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪১ রান করেন চামারি আতাপাত্তু। এছাড়া ওশাদি রানাসিংহে ২৬ রান করেন।
পাকিস্তানের হয়ে এদিন ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন ওমাইমা সোহেইল। ৪ ওভারে ১৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। চলতি এশিয়া কাপে এই প্রথম কেউ ৫ উইকেট শিকার করেছে। এসবের বাইরে তুবা ২টি ও নিধা ১টি উইকেট লাভ করেছেন।
এই ম্যাচ শেষে ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ভারতের সমান ১০ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করেছে পাকিস্তান। অপরদিকে সমান ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে শেষ করেছে শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা