জয় নিয়ে দুইয়ে লিভারপুল

0
15

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। শনিবার লিভারপুলকে রোমাঞ্চকর জয় উপহার দিয়ে জেমস মিলনার দলকে পয়েন্ট টেবিলে এগিয়ে দেন। শনিবার পেনাল্টিতে করা তার গোলের সৌজন্যেই অলরেডরা ২-১ গোলে হারায় সোয়ানসি সিটিকে।

কিন্তু নিজেদের লিবার্টি স্টেডিয়ামে শুরুটা দারুণ করেছিল স্বাগতিক সোয়ানসি সিটি। ম্যাচের আট মিনিটেই অসাধারণ এক গোল করে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান লেরয় ফার। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্সেস্কো গুইদোলিনের সোয়ানসি সিটি। কিন্তু বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটেই লিভারপুলকে সমতায় ফেরান দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। এরপর সমতা নিয়েই ম্যাচ শেষ করার স্বপ্ন দেখতে শুরু করেছিল স্বাগতিক সমর্থকরা। কিন্তু ম্যাচের বয়স যখন ৮৪ মিনিট। তখনই পেনাল্টি পায় সফরকারী দল। আর পেনাল্টির সেই সহজ গোলের সুযোগ কাজে লাগাতে মোটেই ভুল করেননি মিলনার।

এর ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের দল। চলতি মৌসুমে একটি মাত্র ম্যাচে হেরেছে লিভারপুল। বাকী পাঁচ ম্যাচে জয় ও একটিতে ড্র করায় ১৬ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে ওঠে এসেছে অলরেডরা। তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। আজ টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে গার্দিওলার দল। এদিকে সোয়ানসি সিটি এই মৌসুমে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে। লিগ টেবিলে তাদের অবস্থান ১৭তম।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here