স্পোর্টস ডেস্কঃ রোববার ভোররাতে প্রচণ্ড ঝড়ে ভেঙে পড়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারির বিশাল জায়ান্ট স্ক্রিন। পুরোটাই হেলে পড়ে যায় স্টেডিয়ামের বাইরের অংশে। অবশ্য এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে এই মাঠে বেলা ১২টায় অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলছে বাংলাদেশ নারী দল। পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিনের বিকল্প হিসেবে গ্র্যান্ড স্ট্যান্ডের ওপরের জায়ান্ট স্ক্রিন সচল রাখা হয়েছে। দুপুরে শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ নারী দল।
এর আগেও একবার ভেঙেছে মিপুরের জায়ান্ট স্ক্রিন। ২০১৬ টি-টুয়েন্টি এশিয়া কাপের ফাইনালের আগে প্রচন্ড ঝড়ে পড়ে গিয়েছিল জায়ান্ট স্ক্রিন। এবার পুরোপুরি লন্ডভন্ড হয়ে গেছে। তবে ইতোমধ্যেই চলছে মেরামতের কাজ। যত দ্রুত সম্ভব জায়ান্ট স্ক্রিন মেরামত করে ব্যবহার উপযোগী করা হবে। এই মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এছাড়া আগামী এপ্রিলে জিম্বাবুয়ে দল সফর করবে বাংলাদেশে। এই সফরে মিরপুরে খেলবে আফ্রিকার দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post